সোহরাব হোসেন,
দেশে নারী ও শিশু নির্যাতন , ধর্ষন , নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুজন (সুশাসন এর জন্য নাগরিক) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি পালন করার লক্ষ্যে সুজন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে মানব বন্ধন সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে এবং আলোচনা সভা আজ বেলা ১২ টায় সাতক্ষীরা মেহেদীবাগ আরা এন, জি, ও, অফিসে সংগঠন এর সহ-সভাপতি মন্জুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ চেষ্টা, গ্রেফতার ২
সংগঠন এর সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠন এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এ্যাডঃ এ, বি, এম , সেলিম , এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম , অধ্যাপক ইদ্রিস আলী, আবুল কালাম , অধ্যক্ষ আবু নসর, রোকনুজ্জামান, এ্যাডঃি সরদার সাইফ , সাকিবুর রহমান , মেহেদী হাসান, হাসিনা খাতুন, জেসমিন লিলি , এ্যাডঃ সেলিনা আক্তার , আজহারুল ইসলাম , আবু সালেক, আবু সাইদ , আকাশ হোসেন, নাজমুল আরেফিন , বোরহান উদ্দিন , আবি নাহিদ , হাসান গফুর।
নারী নির্যাতন, ধর্ষন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সুজন নেতৃবৃন্দ। আসামী দের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচারের দাবী জানান। আগামী ১৭ তারিখ সাতক্ষীরা সদর উপজেলা সম্মেলন। ২৪ তারিখ কলারোয়া উপজেলা সম্মেলন । ৩১ তারিখ শ্যামনগর , কালীগন্জ , দেবহাটা উপজেলার সম্মেলন এর মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।