DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে প্রতিবন্ধীকে শ্লীলতাহানি, প্রিতেশ পাল পলাতক

Astha Desk
অক্টোবর ২৯, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে প্রতিবন্ধীকে শ্লীলতাহানি, প্রিতেশ পাল পলাতক

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ পৌর শহরের উত্তর ষোলঘর ধোপাকালিস্থ এলাকার প্রতিবন্ধী যুবতীকে  শ্লীলতাহানির অভিযোগে দুইজনের বিরুদ্ধে
মামলা হয়েছে। পুলিশ বিধান দাস নামের ১জনকে আটক করেছে। মামলার পর থেকে অভিযুক্ত আসামি প্রিতেশ পাল পলাতক রয়েছেন।

গত সোমবার (২৩ অক্টোবর ) রাতে ভুক্তভোগীর ভাই সুকেশ দাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর শুক্রবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের উত্তর ষোলঘর ধোপাখালিস্থ এলাকার নিজ বসত ঘরের বাথরুমের সামনে এ ঘটনা ঘটলে জানাজানি হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার  বাংলাদেশ মহিলা পরিষদ ও বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর উদ্যোগে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী যুবতীকে শ্লীলতাহানির প্রতিবাদে ২জনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে প্রিতেশ পালকে আটকের দাবি  করেন বক্তারা।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত প্রিতেশ পাল পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪