বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :
সারা দেশের দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার সাথে একযোগে আজ শনিবার (১৬-জানুয়ারী) পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।০৮ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ শহরের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এই পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ জন প্রার্থী।এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে আব্দুল্লাহ আল মামুন,ধানের শীষ প্রতীক নিয়ে আবু খায়ের মশিউর রহমান সবুজ,লাঙ্গল প্রতীকে আব্দুর রশিদ রেজা সরকার,জগ প্রতীকে মোঃ আল শাহাদাৎ জামান জিকো, নারিকেল গাছ প্রতীকে মোঃ খয়বর হোসেন মওলা,সিংহ প্রতীকে গোলাম আহসান হাবীব মাসুদ ও মোবাইল ফোন দেবাশীষ কুমার প্রতিদ্বন্দ্বীতা করে।
এর মধ্যে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে মেয়র পদে জয়লাভ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ।তিনি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে আব্দুল আল মামুন পেয়েছে ২ হাজার ৫৫৮ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী আবু খায়ের মশিউর রহমান সবুজ পেয়েছে-২০০ভোট,মোঃ আল শাহাদাৎ জামান জিকো (জগ)পেয়েছে
৪২ ভোট,মোঃ খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ)
২ হাজার ৫৪০ভোট, গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ)পেয়েছে ২৫৩০ভোট ও দেবাশীষ কুমার সাহা ( মোবাইলফোন) পেয়েছে ৯৩৪ ভোট।
সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচন পরিচালনা কন্ট্রোল রুম হতে বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।