DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সৌদি-আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

DoinikAstha
জানুয়ারি ২৮, ২০২১ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন এই তথ্য জানান। এসব অস্ত্রের মধ্যে রয়েছে সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র ও সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান।  বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ২৭ জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন।

অ্যান্টনি জে ব্লিংকেন জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন, যা পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নতুন প্রশাসন এ ধরনের যাচাই করে থাকে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পররাষ্ট্রনীতি প্রসারিত করা এবং দেশের কৌশলগত লক্ষ্যের অগ্রগতির জন্য এই যাচাই করা হয়েছে।

জো বাইডেনের ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ পর তার প্রশাসন এই সিদ্ধান্ত জানাল। ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে কংগ্রেসের আপত্তি সত্ত্বেও তিনি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেন। সেই সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের সঙ্গে ২৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ নেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০