স্পিকারের সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্বাক্ষাত
স্টাফ রিপোর্টারঃ
সংসদীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে স্বাক্ষাত করেছে শিক্ষক কল্যাণ পরিষদের (মউশিকপ)। রবিবার (৩০ এপ্রিল) এ স্বাক্ষাত করে সংগঠনটির সভাপতি ক্বারী নূর মোহাম্মদ মন্ডল ইদু নেতৃত্বে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল।
জাতীয় সংসদের হল রুমে মত বিনিময় কালে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্পটি স্থায়ীকরণ প্রসঙ্গে এবং ১১-১২ তারিখ একযোগে স্বারকলিপি দেওয়ার বিষয়টি নিয়ে মাননীয় স্পিকার মহোদয়কে অবহিত করেন।
এসময় সংগঠনটির নেতৃবর্গ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত শিক্ষকদের সম্মিলিত ও সমন্বয় এর ভিত্তিতে সুসংগঠিত, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট ২০২২-এ সংগঠনের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বাক্ষাৎ করা হয়। তখন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনোযোগ সহকারে বক্তব্যটি শোনেন এবং বলেন বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল, তবে আমরা বিবেচনা করে অবশ্যই দেখবো বলে আশ্বাস দেন।