DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরের বিভিন্ন পয়েন্টের সড়ক আলপনার রঙে রাঙিয়ে তোলা 

DoinikAstha
মার্চ ২৫, ২০২১ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরের বিভিন্ন পয়েন্টের সড়ক আলপনার রঙে রাঙিয়ে তোলা হচ্ছে।
বুধবার (২৪ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে দুপুর থেকে নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালেক্টরেট সুরভি উদ্যান সড়ক, টাউন হল চত্বর সড়ক এবং স্টেডিয়াম সড়কে একযোগে আলপনার রঙে আঁকাআঁকি শুরু হয়। রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’-এর সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবীরা রংতুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলছেন রংপুর নগরের এসব সড়ক।
সরেজমিনে দেখা যায়, ‘রঙিন হবে রংপুর ’স্লোগানে‘ উই ফর দেম’-এর প্রায় শতাধিক চারুশিল্পী ও স্বেচ্ছাসেবীরা দুপুর থেকে তুলি হাতে কাজ শুরু করেন। চলবে রাত পর্যন্ত। এ জন্য আলাদা লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে তারা কাজ করছেন। আলপনা উৎসব দেখতে ভিড় করছেন রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিবারের সঙ্গে শিশুসহ স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা এ আলপনা উৎসব দেখতে আসছেন। প্রকাশ করছেন উচ্ছ্বাস।
জেলা চারুকলা একাডেমির চিত্রশিল্পীরাও এতে অংশ নেন।উৎসবের ব্যবস্থাপনায় থাকা স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’-এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ বলেন, আলপনা আঁকার জন্য নির্ধারণ করা চার সড়কের সঙ্গে আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে। আমরা আলপনার রঙে মহান মুক্তিযুদ্ধের আবেগ, স্মৃতি ও শোককে ফুটিয়ে তুলতে চাই। ‘নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্বতার গল্পকে জানাতে চাই।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আলপনা উৎসব করা হচ্ছে৷ গুরুত্বপূর্ণ চারটি সড়কের প্রত্যেক অংশে লম্বায় ১২০ ফুট এবং প্রস্থ ১৫ ফুট করে আলপনা করা হচ্ছে’, বলেন জীবন ঘোষ।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরকে রঙিন করে সাজাতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০