স্বামী প্রবাসে থাকলেও চাকরি করে স্বাবলম্বী হতে চেয়েছিলেন সুরাইয়া পারভীন লাকী। তবে স্বাবলম্বী হতে চাওয়াটাই কাল হলো প্রবাসীর সুন্দরী স্ত্রীর। লাকীকে হতে হয়েছে লাশ। তাও আবার স্বামী আশরাফ আলী সৌদি আরব থেকে দেশে ফেরার মাত্র চারদিন পর।
এদিকে, লাকীর মৃত্যু নিয়ে সৃষ্টি হয় ধুম্রজাল। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রচার করলেও বিষয়টি সন্দেহ হয় লাকীর স্বজনদের। তারা লাকীর গলায় কালো দাগ দেখে পুলিশে খবর দেন।
পুলিশ স্বামী আশরাফ আলীকে আটক করলে তিনি দাম্পত্য কলহের কথা স্বীকার করেন। ২ অক্টোবর রাতে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউপির চরমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন প্রবাসী স্বামীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিয়ের প্রলোভনে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ১
স্থানীয়রা জানায়, প্রায় বছর দশেক আগে লাকীর সঙ্গে আশরাফ আলীর বিয়ে হয়। এর কিছুদিনের মাথায় আশরাফ সৌদি আরবে পাড়ি জমান। তাদের ঘরে ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ২৯ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরেন আশরাফ আলী।
স্বামী দেশে ফেরার পর লাকী চাকরি করে নিজে স্বাবলম্বী হওয়ার কথা জানান। কিন্তু স্বামী চাকরি করতে দেবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে ৩ অক্টোবর লাকীর দাফনের ব্যবস্থা করেন শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। তারা লাকীর গলায় কালো দাগ দেখতে পান। পরে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেন স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরাইয়া পারভীন লাকীর লাশ উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞসাবাদে আশরাফ আলী জানান, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী বাথরুমের ভেতরে রডে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে বাথরুমের রড ও গামছা সরিয়ে ফেলা হয়। তার দেয়া তথ্যমতে গামছাটি উদ্ধার এবং আশরাফ আলীকে প্রথমে আটক ও পরে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাকীর পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।