DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি না মেনে মিছিল, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধেই বিধি ভঙ্গের মামলা

News Editor
সেপ্টেম্বর ২২, ২০২০ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান করোনা মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি না মেনে প্রচার মিছিল বের করেছেন ভারতের আসামের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা। এ খবর প্রকাশ পেলে রাজ্যজুড়ে বিতর্ক দেখা দেয়। এমতাবস্থায় নিয়ম ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, কদিন বাদেই বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) নির্বাচনের কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত আছে। কিন্তু সেই নির্বাচনের প্রচারনায় স্থানীয় বকসার জেলার তামুলপুরে র‌্যালির আয়োজন করেন পীযূষ হাজারিকা।

আর পড়ুন : কলকাতায় গ্রেফতারকৃত সন্দেহভাজন জঙ্গিদের জেরা

অভিযোগ উঠেছে, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিলেও সামাজিক দূরত্বসহ কোনো নিয়মই মানা হয়নি। এ খবর প্রকাশ্যে আসার পরই নড়চড়ে বসে রাজ্য প্রশাসন।

এদিকে পীযূষ হাজারিকার নামে তরুণ দত্ত নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এরপরই তার বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। তবে প্রতিমন্ত্রী পীযূষ এখনো বহাল তবিয়তেই আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গোহাটি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার শর্মিষ্ঠা বড়ুয়া বলেন, বকসার জেলার তামুলপুর থানায় মামলাটি রুজু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মামলা সংক্রান্ত কোনো নথি পাননি জানিয়ে জেলার এসপি হিরণ্য বর্মণ বলেন, নথি হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০