DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য কমপ্লেক্সে গাইড ওয়ালের নিম্মমানের কাজ করায় ধ্বসে পড়েছে

News Editor
নভেম্বর ৩, ২০২০ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইড ওয়াল নির্মাণের ৬ মাস অতিবাহিত হতে না হতেই তা ধ্বসে পড়েছে।নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক দুর্নীতি ও অনিয়ম এবং সিডিউল অনুযায়ী কাজ না করায় এ অবস্থা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে ভাঙ্গনরোধে গাইড ওয়াল নির্মাণ করা হয়। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা কনষ্ট্রাকশন ১০ লক্ষ টাকা ব্যায়ে এ কাজ করে। সিডিউল অনুযায়ী কাজ না করায়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এটি নির্মাণের ৬ মাস অতিবাহিত না হতেই ধ্বসে পড়ে। নির্মাণের সময় সঠিক ভাবে কাজ না করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নোয়াখালী জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ করেও প্রতিকার না হওয়ার অভিযোগ রয়েছে।

ডিভোর্স দেওয়া স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে 

এ ব্যাপারে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.খন্দকার মোস্তাক আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী না করে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এ কাজ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তার নিকট থেকে চাপ সৃষ্টি করে কাজ সম্পন্ন করার প্রত্যয়ন পত্র নিয়েছে।

জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম গাইড ওয়াল ধ্বসে পড়ার বিষয়টি স্বীকার করলেও নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩