তৈরী পোষাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম সহসভাপতি এএম চৌধুরী সেলিম বলছেন, পিপিই মাস্কের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানিতে শীর্ষ স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। গেল কয়েক মাসে যুক্তরাষ্ট্র-কানাডা এবং যুক্তরাজ্য- ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে ৬৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানি হয়েছে।
এরই মধ্যেই যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে অর্ডার আসার পর বাংলাদেশের অন্যতম এই রপ্তানি খাতে নতুন করে বিনিয়োগ করার কথা জানান ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি এস এম আবু তৈয়ব।
চা শ্রমিকদের মজুরি ১০২ টাকা থেকে বেড়ে ১২০ টাকা নির্ধারণ
করোনা সংক্রমন শুরু হওয়ার পর চট্টগ্রামের ক্লিফটন গার্মেন্টসেই এককভাবে প্রায় ৬০ লাখ পিস মাস্ক রপ্তানির কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতি চাঙা হয়ে উঠছে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা।
বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের পর গেল কয়েক মাসেই বিশ্বের ৭১টি দেশে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার সুরক্ষা সামগ্রী রপ্তানির কথা জানিয়েছেন তৈরি পোষাক রপ্তানিকারকরা।