হাটহাজারিতে বাস চাপায় নিহত-৭
রানা সাত্তারঃ
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-নাজিরহাট চারিয়া এজতেমা মাঠের পাশে বাস চাপায় নারী ও শিশুসহ অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।।
স্থানীয়রা জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাসে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তিনজন আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো, পটিয়া মনসা বাদামতল সাতবাড়িয়া এলাকার মৃত শচীন্দ্র দাশের স্ত্রী চিনু দাশ (৪৭), মায়া দাশ (২৭), দিপ দাশ (৫), দিগন্ত দাশ (৪), শ্রাবন্তি দাশ (৪) ও বর্শা দাশ (৫)।
আহতরা হলো, একই বাড়ির বাপ্পা দাশ (৩২) ও চালক ফটিকছড়ি বারমাসিয়া এলাকার বিপ্লব দাশ (২৭)।
হাটহাজারী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিন আনোয়ার বলেন, দুর্ঘটনায় চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছে। তবে চালকের অবস্থা আশংকাজনক।
সরেজমিনে প্রত্যক্ষ্যদর্শী ও আহতের সাথে কথা বলে জানা গেছে, নগরীর বালুছড়া এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ফটিকছড়ি শাহনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ অপর একটি সিএনজিকে পাশ কাটিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-খাগড়াছড়ির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিঅটোরিকশাটি দুমড়ে-মুছড়ে সড়কে উপর পড়ে। এ সময় ছড়িয়ে ছিটিয়ে পড়েন সিএনজির যাত্রীরা। ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী ছাড়া সবাই নিহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করে।
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাইওয়ে থানাকে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।