DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় আইন শৃঙ্খলা সভা,ধর্ষণ রোধে জিরোট্রলারেন্স ঘোষনা

News Editor
অক্টোবর ১২, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমরান হোসেন এর সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আজ সোমবার ১২অক্টোবর সকালে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে দেশে ধর্ষণসহ বিরাজমান নারী ও শিশু নির্যাতন রোধে জিরোট্রলারেন্স ঘোষণা করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সারোয়ার সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দীন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন হাতিয়া উপজেলার গত মাসের আইন শৃঙ্খলার দিক গুলো তুলে ধরেন এবং বর্তমানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ হাতিয়া উপজেলায় যে সকল স্থানে ইয়াবা, মদ, গাঁজা বিক্রি হচ্ছে ঐ সকল স্থানে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমরান হোসেন।

নড়িয়ার পদ্মা নদীতে ট্রলার ডুবে একজন নিখোজ

পাশাপাশি হাতিয়ার ৩২টি দূর্গাপূজা মন্ডপের আশপাশে কোন প্রকার নেশা জাতীয় জিনিস যেন বিক্রি না হয় সে দিকে কঠোর নজরদারি রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাতিয়ায় কোন প্রকার নারী নির্যাতন যেন না হয় সে দিকেও কঠোর নজরদারি রাখার জন্য নির্দেশ দেন।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, হাতিয়ায় কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটলে সাথে সাথে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় তিনি ধর্ষণসহ যে কোন ধরনের নারী ও শিশু নির্যাতন রোধে হাতিয়াতে জিরোট্রলারেন্স ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮