বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরো জানান, রিজভীর অবস্থা বেশ সংকটাপন্ন। এখনই কিছুই বলা যাচ্ছে না।ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রিজভীকে ভর্তি করা হয়েছে।
বিএনপি মহাসচিব বাসায় ডিম নিক্ষেপের ঘটনায় ১৩ নেতা বহিষ্কার
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরই বুকে ব্যথা অনুভব করেন রিজভী। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।