DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হাসিনার মন্ত্রীদের মধ্য এ পর্যন্ত আটক হলেন কারা কারা?

Abdullah
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হাসিনার মন্ত্রীদের মধ্য এ পর্যন্ত আটক হলেন কারা কারা?

আস্থা ডেস্কঃ

রাজনীতিক ও বুদ্ধিজীবী তারকাদের মধ্যে সবশেষ একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনকে আটক করেছে পুলিশ।

গত সোমবার রাঁত সোয়া ১২টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে কবির, রাঁত ১০টার দিকে সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে (সুজন) আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ৫ আগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে আটক করা হয়েছে।

এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শেখ হাসিনার সাবেক জ্বালানি, খনিজসম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে।

এছাড়া, সাবেক দুই আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হকসহ পুলিশের বেশ কয়েকে জন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় আটক দেখানো হয়।

এদিকে, সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, গুম ইত্যাদির মামলা করা হচ্ছে।

টিপু মুনশির মতো আটক করা হয়েছে, অনেককে রিমান্ডে নেওয়া হয়েছে।

সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও আটক হয়েছে।

সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেফতার হয়েছেন, তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন।

আরো পড়ুন :  অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কা নিহত-৫

এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান।

৫ অগাস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

সেই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, যিনি এক সময় র‍্যাবে কর্মরত ছিলেন, তাকেও আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪