হিন্দু ছেলের মুখে ইসলামিক গজল!
সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস, আজ একটি বিশেষ ঘটনা ঘটেছে যা সরাসরি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎকৃষ্ট উদাহরণ। উদাসী প্রদীপ সরকার। সনাতন ধর্মাবলম্বী একজন মানুষ।
কিন্তু সনাতন ধর্মাবলম্বী মানুষ হয়েও মাহে রমজানের প্রতি ভালোবাসা রেখে ইসলামের প্রতি ভালোবাসা থেকে তাঁর কন্ঠে সুরে বাজলো একটি ইসলামিক গজল!
দৈনিক আস্থা’র বিনোদন প্রতিবেদকের প্রশ্নের জবাবে উদাসী প্রদীপ সরকার বলেছেন, মূলত আমরা সবাই মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ধর্ম এখানে কোনো দেয়াল তৈরী করতে পারে না। আরে ধর্মই তো সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয় আমাদের।
এই কারণেই, মূলত নবীজী ও আল্লাহ তা’য়ালার প্রতি অগাধ ভালোবাসা থেকেই গজলটা করলাম। গজলটি লিখেছেন সিয়াম সরকার জান ভাই, ভিডিও ডিরেকশনে কাজল আরফিন অনিক ভাই আছেন । তো আশা করি সবারই ভালোলাগার কিছু করতে পেরেছি। আর আমি চাই বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক উষ্কানিমূলক কর্মকাণ্ড চিরতরে বন্ধ হয়ে যাক।
আস্থা/এস.এস