হিলিতে আগামীকাল আমদানি-রপ্তানি বন্ধ
- আপডেট সময় : ০৮:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১০৪১ বার পড়া হয়েছে
হিলিতে আগামীকাল আমদানি-রপ্তানি বন্ধ
জয়পুরহাট প্রতিনিধিঃ
ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার (৮ জুলাই) দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর রহমান শাহীন জানান, আগামীকাল শনিবার ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারত হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি- রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এবং উভয় দেশের আমদানি- রপ্তানি সংশ্লিষ্টদের পত্র প্রেরণ করেন। সে মোতাবেক আগামীকাল শনিবার আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ভারতের পঞ্চায়েত উপলক্ষে আগামীকাল শনিবার আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারি যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


















