হিলিতে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৪২ বার পড়া হয়েছে
হিলিতে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি রেলস্টেশনের আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনসহ সব ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর আন্তঃনগর ট্রেনটি হিলিতে দাঁড়ালে রেললাইনের ওপর শুয়ে পড়ে স্থানীয়রা। এতে পার্বতীপুর-সান্তাহার রুটের ট্রেন চলাচল ১ ঘণ্টা বন্ধ থাকে। হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
মানববন্ধনকারী লিয়াকত আলী বলেন, ‘আমরা হিলি রেলস্টেশনের আধুনিকায়নসহ এই রুটে চলাচলকারী সব ট্রেন থামানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব দপ্তরে আবেদন করেছি। কিন্তু আমাদের দাবি পূরণ হচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ আমরা অবরোধ করছি। এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
মানববন্ধব চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শামসুল আলম, হিলি নাগরিক উন্নয়ন কমিটির নেতা সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলমসহ অনেকে।
ওসি বলেন, ‘আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসের কথা অবরোধকারীদের জানালে তারা ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এরপর পার্বতীপুর-সান্তাহার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।