DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হুমকির মুখে তুরস্কের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট

DoinikAstha
মে ১৬, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পৃথিবীর বেশ কয়েকটি দেশ। আর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে হুমকির মুখে পড়েছে তুরস্কের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তুরস্কের এ প্ল্যান্টটি তৈরি করছে রাশিয়ার রাষ্ট্রয়াত্ত্ব নিউক্লিয়ার কোম্পানি।

আক্কুয়েউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নামে এ প্ল্যান্টটি ভূমধ্যসাগরের মারসিন উপকুলের কাছে অবস্থিত। এটি আগামী বছর উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

তবে তৃতীয় দেশ থেকে অর্থায়ন ও যন্ত্রাংশ আনার বিষয়টির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে হুমকির মুখে পড়েছে ২০ বিলিয়ন ডলারের এ প্রজেক্টটি।

আক্কুয়েউ প্ল্যান্টটি তৈরির অন্যতম ফার্ম হলো রাশিয়ার রোসাতোম। এটির ওপর এখনো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কিন্তু রোসাতোমের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

সাবেরব্যাংক যেটি তুরস্কের এ প্ল্যান্টটির অর্থায়ন করেছে সেটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবেরব্যাংকের বেশিরভাগ মালিক আবার রোসাতোম। সাবেরব্যাংক তুরস্ককে এ প্রজেক্টের জন্য ২০১৯ সাল থেকে ১.২ বিলিয়ন ডলার দিয়েছে।

তাছাড়া আক্কুয়েউ প্ল্যান্টটিকে অর্থায়ন করা সোভকোমব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এখন রোসাতোমের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে সেটি হলে তুরস্কের এ প্ল্যান্টটি তৈরির কাজ আরও স্থবির হয়ে পড়বে। তৃতীয় দেশগুলোর কাছ থেকে এনার্জি ইন্ডাস্ট্রির যন্ত্রাংশ, টেকনোলজি ও অন্যান্য বিষয়গুলো আনা থমকে যাবে।

চেক রিপাবলিক, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স এ প্ল্যান্টের জন্য যন্ত্রাংশ দিচ্ছিল।

তুরস্কের দেওয়া তথ্য অনুযায়ী, আক্কুয়েউ প্ল্যান্টটি তুরস্কের মোট শক্তির চাহিদার ১০ ভাগ পূরণ করবে। এই পুরো প্রজেক্টটি রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০