DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুর মুচলেকার মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ

News Editor
অক্টোবর ৯, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামে মুচলেকার মাধ্যমে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের গিয়াসউদ্দিন এর ছেলে রুবেল (২৫) এর সাথে গলাচিপা উচ্চ বিদ্যালয় এর ৭ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা আক্তার (১৫) এর সাথে বিয়ের আয়োজন করা হয়। স্বর্ণা আক্তার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের নুরুল ইসলাম এর কন্যা।
তথ্যমতে, হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াহিদুজ্জামান সেখানে উপস্থিত হয়ে মুচলেখার মাধ্যমে এই বাল্যবিয়েকে বন্ধ করেন। এই সম্পর্কে তিনি জানান, হোসেনপুর উপজেলাকে শতভাগ বাল্যবিবাহ মুক্ত করতে আমরা দৃঢ় প্রত্যয়ি। বাল্যবিয়েমুক্ত উপজেলা গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এবং এসময় তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কেও উপস্থিত সকলকে সচেতন করেন এবং অবগত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮