রাজধানীর বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া, যেখানে লোক সমাগম বলে বোঝানো সম্ভব না। দুইপাশে ভাসুমান দোকান নিয়ে বসে পড়েছেন দোকানিরা। আর তাতেই মানুষজন উপচে পড়ছেন। যার কারণে সদরঘাটগামী বাসগুলোকে চলতে হয় পিঁপড়ার চেয়েও কম গতিতে। প্রয়োজনীয় কাজে সদরঘাট, মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কিংবা আহসান মঞ্জিল বেড়াতে যাওয়ার যাত্রীরা এসে আটকে যান বঙ্গবাজার ফুলবাড়িয়া এলাকার ফুটপাতে গড়ে ওঠা বাণিজ্যের কারণে।
যেখানে তিল ধারণের ঠাঁই থাকে না। সেখানে এখন একদম ফকফকা। ফুটপাতে কোনো দোকান নেই। এমন ফাঁকা রাস্তায় এখন সদরঘাট এলাকায় বাসগুলো মাত্র ১০ মিনিটে চলে যেতে পারবে বলে দাবি করছে লালবাগ ট্রাফিক জোন।
সরকারি দলের নেতাকর্মীরা স্বেচ্ছাচারী আচরণ করছে
লালবাগ ট্রাফিক জোনের ইনসপেক্টর রফিকুল বলেন, ‘বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া পুলিশ বক্স পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দোকান ও ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। ট্রাফিক লালবাগ বিভাগের ডিসি মেহেদী হাসান স্যারের নির্দেশে এডিসি শহিদুল ইসলাম স্যার ও সহকারী পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির স্যারের নেতৃত্বে আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। যার কারণে ঘণ্টার পর ঘণ্টা এখানে আর আতোকে থাকতে হবে না বাসযাত্রীদের। মাত্র ১০ মিনিটেই চাইলে সদরঘাট যাওয়া সম্ভব হবে।’
ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই রাস্তায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচলে আমরা বদ্ধ পরিকর। আমরা প্রতিদিন এই অভিযান অব্যাহত রাখবো। অবৈধভাবে আমরা ফুটপাত দখল করতে দেবো না কাউকে।’