নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ পূর্ব মাইজচরা এলাকার বাংলা বাজারে অভিযান চালিয়ে পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পারভীন বেগম পশ্চিম মাইজচরা গ্রামের ইলিয়াছ ড্রাইভার বাড়ির মো. সুমনের স্ত্রী।
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে কাঠালিয়ায় মানববন্ধন
পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে সুধারাম মডেল থানা পুলিশ বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে অভিযান চালায়। এসময় পারভীন বেগমের ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত পারভীন বেগম আরিফ নামের তার এক মামাসহ যৌথভাবে জেলার বিভিন্নস্থানে ইয়াবা বিক্রি করে। পারভীনকে দিয়ে বিভিন্নস্থানে ইয়াবা পাঠানো হয়। গ্রেফতারকৃত পারভীনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার মামা আরিফের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।