DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

১৭ বছরের কিশোরকে বাইক উপহার দিলেন ব্যারিস্টার সুমন

DoinikAstha
আগস্ট ২, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়া নানারকম কথাবার্তায় আলোচনায় থাকেন। বিভিন্ন সময় ‘ইতিবাচক’ পরামর্শ দেন। সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন। কিন্তু মাঝে মধ্যে তার কথা ও কাজের মধ্যে ফারাক চোখে পড়ে। শুধু তাই নয়, সুমন আজ এখানে যা বলছেন; কাল অন্যত্র উল্টো বলছেন। আজ যেটাকে অনৈতিক বলছেন, কালই সেটাকেই নৈতিক বলছেন।

এমনই কাণ্ড কারখানায় ব্যারিস্টার সুমনকে নিয়ে নানারকম হাস্যরসের সৃষ্টি হয়েছে। পড়েছেন নেটিজেনদের তোপের মুখে। কিছুদিন আগেই ব্যারিস্টার সুমন এক তরুণকে মোটরসাইকেল চালানোয় লাইভে নানা কথা বলেছিলেন। মোটরসাইকেলের নানা ভয়াবহতার কথা তুলে ধরেছিলেন সেদিন। আর শনিবার সুমন নিজেই একটি সংবাদের লিঙ্ক শেয়ার করেছেন যেখানে তিনি এক তরুণী মোটরসাইকেল উপহার দিচ্ছেন তার খবর।

আর ওই সংবাদের নিচে সুমনকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘কিছুদিন আগে ১৬/১৭ বছরের একটা ছেলের মোটরসাইকেল চালানো দেখে, ছেলেটিসহ তারা পরিবার নিয়ে যে সব মন্তব্য করেছিলেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত।’

জানা গেছে, ফুটবল প্রশিক্ষণে প্রথমস্থান অর্জন করায় খুদে ফুটবলার নাসির হোসেনকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাটে ‘সুমন ফুটবল একাডেমি’র প্রশিক্ষণ ভেন্যুতে একটি মোটরসাইকেল খুদে ফুটবলারের হাতে তুলে দেন তিনি।

মোটরসাইকেল হস্তান্তরের সময় ফেসবুক লাইভে আসেন সুমন। তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাবে কে বাঁচেন, কে মরেন বলা যাচ্ছে না। আমিও মরতে পারি, তবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘সুমন ফুটবল একাডেমির উদ্যোগে কোচের অধীনে ফুটবল প্রশিক্ষণ হয়েছে। এ প্রশিক্ষণে ১০ মিনিটের মধ্যে পুরো মাঠে নাসির নামে এ ছেলেটি ৯টি চক্কর দিয়েছে। সবার মধ্যে সে প্রথম হয়েছে। নাসিরের বয়স অল্প, মাত্র ১৭ বছর। কিন্তু সে খুব মনোযোগী ফুটবলার। নাসির অনেক দূর থেকে ব্যারিস্টার সুমন একাডেমিতে প্রশিক্ষণে আসে।’

সুমন ১৭ বছরের নাসিরকে মোটরসাইকেল উপহার দিয়ে তুমুল সমালোচনার কবলে পড়েন। নেটিজেনরা এ ধরনের দ্বৈত কাণ্ডে বিস্ময় প্রকাশ করছেন। গত জুন মাসে ১৬/১৭ বছরের তরুণকে নিয়ে মোটরসাইকেল কিনে দেওয়ার সমালোচনা করে যে লাইভ করেছিলেন, সেই ভিডিওও এখনো ব্যারিস্টার সুমনের টাইমলাইনে শোভা পাচ্ছে।

মাত্র ৫ সপ্তাহ আগে সমালোচনা করা সুমন এবার নিজেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০