জেলা প্রতিনিধিঃ
বগি লাইনচ্যুত হওয়ার ২০ ঘণ্টা পেরোলেও স্বাভাবিক হয়নি কুষ্টিয়ার পোড়াদহ-রাজবাড়ি-গোপালগঞ্জ ট্রেন চলাচল।
এরইমধ্যে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। আর বগি উদ্ধারে গতকাল শুক্রবার (৫ মার্চ) থেকেই কাজ চলছে।
রেল কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার দুপুর দেড়টার পর বড়বাজার রেল স্টেশন এলাকায় গম বোঝাই ট্রেনের সাথে রেলওয়ের মেরামত কাজে ব্যবহৃত ট্রলির সংঘর্ষ হয়। এতে, মালবাহি ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।