পূর্ণিমা হোসাইন, ভৈরব প্রতিনিধি:
কিশােরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর এলাকা থেকে ২৬৯ বােতল ফেন্সিডিল , ০১ টি মাইক্রোবাসসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিত্র করে থাকে |
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গােয়েন্দা নজরদারী চালানাে হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায় । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরাে জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ী চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হতে সিলভার ও খয়েরী রংয়ের নােহা মাইক্রোবাসে করে মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মােহাম্মদ যােবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৩০ ডিসেম্বর ৫ টা১০ মিনিটে কিশােৱগঞ্জ জেলার ভৈরব থানার সাকিনস্থ আছিয়া মনি গার্লস হােস্টেল এর সামনে পাকা রাস্তার উপর থেকে মােঃ সাইদুর রহমান ইমন ( ২৩ ) , পিতা – হাজী মােঃ আবুল হাসেমের হেফাজতে থাকা মাইক্রোবাসটি তল্লাশি করে গাড়ীর ব্যাগ ডালার ভিতরে রক্ষিত ০২ টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২৬৯ বােতল ফেন্সিডিল ও ০১ টি মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয় ।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১১,৩৮,০০০ (এগারো লক্ষ আটত্রিশ হাজার) টাকা । ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ।