রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
সোয়া ৩ কোটি টাকার দেনা নিয়ে দায়িত্ব নিলেন হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক এরশাদ। মঙ্গলবার (২৩ মার্চ) হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাকিবুর রহমান মাস্টার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এরশাদুল হক এরশাদকে দায়িত্ব বুঝে দেন। নব নির্বাচিত মেয়র এরশাদুল হক এরশাদ বলেন ৩ কোটি ২৫ লক্ষ টাকার দায় দেনা সহ পৌরসভার দায়িত্ব বুঝে নিলাম এবং তিনি পৌরসভার উন্নয়নে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাগাছ পৌরসভার সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাকিবুর রহমান, কাউন্সিলর মাসুদার রহমান, সাবেক কাউন্সিলর রমজান আলী বাবু। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর শুকতারা পারভীন, সুমাইয়া বেগম, জীবন্নাহার পান্না আফরোজ, কাউন্সিলর নুরফুল মিয়া, এস.এম রেজওয়ানুল করিম, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আব্দুর ছামাদ মিয়া, মাসুদার রহমান, সাহাদৎ হোসেন, আব্দুল কাদের রানা সরকার ও কাউন্সিলর মাহবুবুর রহমান।
এর আগে সকালে হারাগাছ পৌরসভায় সাবেক মেয়র ও কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হারাগাছ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শোয়েব মিয়া।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।