DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৯শে মে ২০২৫
ঢাকাসোমবার ১৯শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

৩ সন্তানের মাকে কলেজছাত্রের ধর্ষণ

News Editor
অক্টোবর ১৮, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় আলমগীর হোসেন হৃদয় নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে তিন সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন হৃদয়।

এ ঘটনায় শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। এর আগে ১৪ অক্টোবর রাতে উপজেলার পশ্চিম বেজগ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হৃদয় ওই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হৃদয়। এতে রাজি না হওয়ায় ১৪ অক্টোবর রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, আমাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল হৃদয়। এতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে। ধর্ষণে বাধা দিলে আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমি বাড়িতে ঢুকলে হৃদয় আমার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। এ নিয়ে আমার স্ত্রীকে প্রশ্ন করা হলে সে জানায়, হৃদয় তাকে ধর্ষণ করেছে। বাধা দিতে গেলে হৃদয় স্ত্রী-সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬