রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ
৫ তারিখে সিটি করপোরেশন ঘেরাওয়ের হুমকিসহ নানা কর্মসুচী ঘোষণা করেছেব সিটি বাজার ব্যবসায়ী সমিতি রংপুর। বুধবার(৩১ মার্চ) সকালে রংপুর সিটি বাজার ৩৪ বছর ধরে উন্নয়ন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্য রাখেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু। এসময় বক্তব্য রাখেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তফা কামালসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। রংপুর সিটি বাজার উত্তরবঙ্গের একটি বৃহৎ বাজার যেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে।
জলাবদ্ধতা, রাস্তা ভাঙা, ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিংসহ বাজারটি নানা সমস্যায় জর্জরিত। এ বিষয়ে শতাধিকবার রংপুর সিটি করপোরেশন এর মেয়র কে জানালেও কোন উন্নয়ন হয়নি কিংবা কোন উদ্যোগ নেয়নি।
অথচ প্রতিবছর এই সিটি বাজার থেকে সিটি করপোরেশন প্রায় কোটি টাকা আয় করে। সেই আয় থেকে ৪০% উন্নয়নে ব্যয় করলে কোন সমস্যাই থাকার কথা না। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের অসহযোগীতার কথা উল্লেখ করা হয়।
সেই সাথে আগামী ৫ এপ্রিল সিটি করপোরেশন ঘেরাও ও ৭ এপ্রিল সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত বাজার বন্ধ রাখার ঘোষণা করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।