৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে তরুণীর প্রেম, ঝুলন্ত লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের জলপাইগুড়ির ধুপগুড়িতে চাকালপাড়ার বাসিন্দা অতুল রায় (৬৫) বছরের বৃদ্ধ ও এলাকারই তরুণী বুল্টি রায় (১৯) এর সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধুপগুড়ি থানা পুলিশ।
আজ শনিবার (১১ নভেম্বর) সকালে ধুপগুড়ির চাকলাপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, বুল্টি রায় (১৯) এর সঙ্গে অতুল রায় (৬৫) এর বৃদ্ধের প্রমের সম্পর্ক ছিল। কাছাকাছি বাড়ি হওয়ার সুবাদে ওই তরুণীর বাড়িতে বৃ্দ্ধের যাতায়াত ছিল। সম্ভবত সেই যাতায়াতের সূত্রেই তাদের মধ্যে কোনও সম্পর্ক গড়ে উঠেছিল। কিছুদিন আগে ওই তরুণী বাড়ি থেকে ওই বৃ্দ্ধের বাড়ি চলে আসে।
খবর পেয়ে তরুণীকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন। এরপর দুদিন আগে দুজনই বাড়ি ছেড়ে। আজ সকালে দেখা যায় সুপারি গাছে বাঁশ লাগিয়ে সেখানে ধুতি দিয়ে বানানো রশি দিয়ে ঝুলছে দুজন। কি কারণে এমন ঘটনা তা বের করতে তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
ধুপগুড়ি থানা পুলিশের আধিকারী বলছে,
প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে মৃত্যু কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।