DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৭০০ বর্গকিলোমিটার বরফ হারিয়েছে আইসল্যান্ড

DoinikAstha
জুন ২, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক উষ্ণায়নের ফলে গত ২০ বছরে (২০০০ থেকে ২০১৯) হিমবাহের দেশ আইসল্যান্ড বিপুল পরিমাণে বরফ হারিয়েছে। আইসল্যান্ডিক সায়েন্টিফিক জার্নাল ‘জোকাল’-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই সময়ে হিমবাহের প্রায় সাড়ে ৭০০ বর্গকিলোমিটার হারিয়েছে আইসল্যান্ড; যা স্থলভাগের প্রায় ৭ শতাংশ।

গবেষণায় দাবি করা হয়, আইসল্যান্ড স্থলভাগের ১০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে হিমবাহ। ফলে হিমবাহ ক্ষয়ের ফলে ২০১৯ সালে দেশের আয়তন কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ বর্গকিলোমিটার।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ১৮৯০ সাল থেকেই উল্লেখযোগ্য হারে হিমবাহ গলে যাওয়া শুরু করে। তবে ২০০০ সালের পর থেকে এই হার দ্রুত বেড়েছে।

হিমবাহ বিশেষজ্ঞদের একাংশের মতে, ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

গত এপ্রিলে ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়, বিশ্বের কমপক্ষে ২ লাখ ২০ হাজারটি হিমবাহের প্রায় সবকটি খুব দ্রুত হারে গলছে। ফলে সমুদ্রপৃষ্ঠের জল বাড়ছে। এতে উপকূলবর্তী নিম্নাঞ্চল এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০