DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

৯৯৯ ফোন পেয়ে পালিয়ে আসা প্রেমিক -প্রেমিকাকে আটক করল পুলিশ

DoinikAstha
আগস্ট ২, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

৯৯৯ ফোন পেয়ে পালিয়ে আসা প্রেমিক -প্রেমিকাকে আটক করল পুলিশ

মো : আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

 

বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে এক কিশোরী ভাগিয়ে আনার অভিযোগে গাইবান্ধার আসাদ (২১)নামে এক যুবক কে আটক করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।এসময় ঐ কিশোরীকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ৯৯৯ নাইনে অভিযোগ আসে চট্টগ্রাম হতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ফুসলিয়ে কিশোরীর পিতা মাতাকে না জানিয়ে ভাগিয়ে নিয়ে আসতেছে এক যুবক।
এমন অভিযোগের ভিত্তিতে  সোমবার(২রা-আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি টহল টিম রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা নামক স্থানে ভাই বন্ধু পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে আাসাদ ও ঐ কিশোরীকে আটক করে।
আটককৃত আসাদ আলী গাইবান্ধা সদর উপজেলার কাউলী বাজার এলাকার নুরনবী মন্ডলের ছেলে এবং উদ্ধারকৃত কিশোরী চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামী   উপজেলার হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খায়রুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,এসআই আনোয়ারের নেতৃত্বে ছেলে ও মেয়ে আটক করে থানায় নেওয়া হয়েছে। উভয়ই এখন থানা হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]