DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৫ই এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ৫ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদিতে স্কুল কমিটি গঠন নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
মার্চ ২২, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২২ মাচ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নিহত আশিক খাঁ (২৪) মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে ও মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

জানা যায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা আশিক খাঁর মৃত্যু হয়।

কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৬