বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী ইফতেখার হোসেন বেনু
পূর্ণিমা হোসাইন, ভৈরব প্রতিণিধি: আজ ২৮ ফেব্রুয়ারী ৫ম ধাপে কিশোরগঞ্জের ভৈরব ডিজিটাল পদ্ধতিতে পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১২ টি ওয়ার্ডে ৩৫ টি কেন্দ্রে ভোট গ্রহনের কাজ চলেছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনের আগ মূহুর্তে ভৈরবের বেশ কয়েকটি ওয়ার্ডে উত্তেজনা দেখা দিলে নির্বাচন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচনে প্রসাশনের ভূমিকা ও ভালো দেখা গেছে।
১২ টি ওয়ার্ডে ১২ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, ডিবি পুলিশ, আনসার এবং পুলিশের সদস্য দিনব্যাপী কাজ করে গেছে। যে কয়েকটি ওয়ার্ড বেশি ঝুকিপূর্ণ ছিলো সেগুলোতে প্রসাশনের দিনভর করা নিরাপত্তা ছিলো। এর মধ্যে ভোট গ্রহন শুরু হওয়ার পর কিছু উত্তেজনা দেখা দিলে উপজেলা ভাইস চেয়ারম্যান যুবদলের সদস্য সচিব আল-মামুনসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এদিকে সাংবাদিকরা এবারের নির্বাচনে সংবাদ সংগ্রহে ব্যাপক ভূমিকা রাখে। সাংবাদিক নেতা তাজুল ইসলাম তাজ ভৈরবীর নেতৃত্বে ও সাংবাদিক আলাল উদ্দিনের পরিচালনায় ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি এবং ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সাংবাদিকবৃন্দরা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পৌরসভার ১২ টি ওয়ার্ডে সফলভাবে জয়লাভ করেছে ১২ জন কাউন্সিল তারা হলেন,১ নং ওয়ার্ডের আলামিন সৈকত, ২ নং ওয়ার্ডে দ্বীন ইসলাম ৩ নং ওয়ার্ডে রাজু মিয়া ৪ নং ওয়ার্ডে শিমুল মিয়া ৫ নং ওয়ার্ডে ফজলু মিয়া ৬ নং ওয়ার্ডে মিন্টু মিয়া ৭ নং ওয়ার্ডে সোহাগ মিয়া ৮ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় হাবিবুল্লাহ নিয়াজ ৯ নং ওয়ার্ডে হাজী মোমেন ১০ নং ওয়ার্ডে হাজী মনির ১১ নং ওয়ার্ডে মানিক মিয়া ১২ নং ওয়ার্ডে ইব্রাহিম মিয়া।
মহিলা কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছে, ১,২,৩ নং ওয়ার্ডের আসমা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ড এর রোজী ইসলাম,৭,৮,৯ নং ওয়ার্ডের শামীমা পারভেজ শিমু,১০,১১,ও ১২ নং ওয়ার্ডের এডভোকেট মৌসুমি রহমান বেলা। মেয়র প্রার্থী ছিলেন ৩ জন নৌকা থেকে ইফতেখার হোসেন বেনু, ধানের শীষ থেকে হাজী শাহিন এবং সতন্র প্রার্থী হিসেবে ছিলো আব্দুল্লাহ আল মামুন (মোবাইল মার্কা)। এর মধ্যে নৌকা পেয়েছে ৩৭৮৪৯ ভোট ধানের শীষ পেয়েছে ৯৬৮৯ ভোট এবং মোবাইল (স্বতন্ত্র) পেয়েছে ৪৮৯২ ভোট। এদের মধ্যে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ইফতেখার হোসেন বেনু। মেয়র পদে ইফতেখার হোসেন বেনু বিজয়ী হওয়ায় উৎসবমূখর পরিবেশ তৈরি হয়ছে পৌরসভার বেশ কয়েকটি স্থানে।