বিনাবিচারে ২০৪ লোক মারা সেই প্রদীপ বলছেন-অপরাধ না করেই শাস্তি পেয়েছি
- আপডেট সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৪৪ বার পড়া হয়েছে
বিনাবিচারে ২০৪ লোক মারা সেই প্রদীপ বলছেন-অপরাধ না করেই শাস্তি পেয়েছি
এম এইচ ইলিয়াছঃ
দুর্নীতি দমন কমিশনের মামলায় হাজিরা দিতে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম আনার পর ফাঁসির আদেশ পাওয়া বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ বলেন, আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কোনো অপরাধ না করেই শাস্তি পেয়েছি। আপনার জন্য, দেশের জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের জন্য।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আদালত ভবনে প্রিজন ভ্যানে তোলার সময় ফাঁক পেয়েই এই মন্তব্য করেন প্রদীপ কুমার দাশ।
কক্সবাজারের টেকনাফ থানার ওসি হয়ে আসার পর প্রদীপ কুমার দাশ অন্তত ১শ ৪৫টি ক্রসফায়ারের ঘটনা ঘটিছে বলে বিভিন্ন তথ্য সূত্রে প্রকাশ। কথিত এসব ক্রসফায়ারে মারা গেছেন কমপক্ষে ২শ ৪ জন। ক্রসফায়ারের প্রতিটি ঘটনাতেই নিহতদের মাদক কারবারি অথবা অবৈধ অস্ত্র বহনকারী হিসেবে দাবি করেছেন ওসি প্রদীপ।
এলাকার সাধারণ মানুষের দাবি, নিহতদের বেশিরভাগই ছিলেন নিরীহ। দাবি করা টাকা না পেলেই ক্রসফায়ারে দিতেন প্রদীপ। দুই বছরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগও আছে প্রদীপের বিরুদ্ধে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি ও নির্যাতনের পাশাপাশি প্রদীপের বিরুদ্ধে রয়েছে থানায় আটকে রেখে নারী ধর্ষণের অভিযোগও।
২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি মামলাটি করেন। এতে একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২০২১ সালের ২৮ জুলাই এ মামলার চার্জশিট দাখিল করা হয়। ৭ নভেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত মামলার বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি করা হয়। এরপর বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ-চুমকির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ছিল এই মামলায় প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন। কিন্তু অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে করা আবেদনের ওপর আদেশ দাখিল বিষয়ে সময়ের আবেদন মঞ্জুর করায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেল।
দুদকের পিপি মাহমুদুল হক বলেন, আসামির আবেদনে আদালত দুই দফায় সময় দিয়েছেন। আগামী শুনানিতে হাইকোর্টের কোনো আদেশ দাখিল করতে না পারলে আসামি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ মামলায় প্রদীপের স্ত্রী চুমকি কারণ পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলবে বলে আদেশ দেন আদালত।
[irp]
















