টেকসই উন্নয়নের প্রধান হাতিয়ার শিক্ষা-তরুন কান্তি চাকমা
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ (বুধবার) দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে ও
প্রভাষক মোঃ দুলাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, প্রভাষক ফ্লোরিতা চাকমা, প্রভাষক দিলীপ চৌধুরী, প্রভাষক মানষি দেব, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদেশ্যে তরুন কান্তি চাকমা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো নীতি-নৈতিকতা চর্চার স্থান। দেশ ও সমাজের টেকসই উন্নয়নের জন্য প্রধান হাতিয়ার হলো সুশিক্ষা। তোমাদের সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনালী জীবন ও দেশ গড়ায় ভূমিকা রাখতে হবে।
প্রথমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয় হয়। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষীকা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।