শিরোনাম:
গুইমারায় গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
Astha DESK
- আপডেট সময় : ১২:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১০৫৪ বার পড়া হয়েছে
গুইমারায় গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (৮জানুয়ারী) রাঁতে উপজেলার জালিয়াপাড়া শান্তি কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃতর নাম মোঃ রাজু আহমেদ। সে উপজেলার বড়পিলাক এলাকার আঃ রাজ্জাকের ছেলে।
গুইমারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড়পিলাক থেকে এসকল মাদক পাচারের উদ্দেশ্য সবজির ব্যাগে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা থানার পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিলসহ কারবারী রাজুকে আটক করেছে।তার বিষয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ারের প্রস্তুতি চলছে। আগামী কাল কোর্টে প্রেরন করা হবে।










