DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৩রা মে ২০২৫
ঢাকাশনিবার ৩রা মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মহালছড়িতে সেনাজোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Astha Desk
মার্চ ১৬, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মহালছড়িতে সেনাজোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

 

খাগড়াছড়ির মহালছড়ির আওতাধীন সিন্ধুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়ায় মহালছড়ি সেনাজোন কর্তৃক বুধবার (১৫ মার্চ) বিনা মূল্যে চিকিৎসা সেবা পরিচালনা করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় একটি মেডিকেল টিম সকাল ১০টা থেকে প্রায় অর্ধশতাধিক দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

 

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ সেনাবাহীনি প্রশংসায় পঞ্চমূখর। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পেয়ে মহালছড়ি সেনাজোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।

 

এ বিষয়ে মহালছড়ি সেনাজোনের সাথে কথা বলে জানা যায়, “মহালছড়ি সেনাজোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, পঙ্খীমূড়ায় নিয়মিতভাবে সাপ্তাহিক ভিত্তিতে মহালছড়ি জোনের তত্বাবধানে কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪