হিলিতে ধান ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১০৩৮ বার পড়া হয়েছে
হিলিতে ধান ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ধান ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ মে) সকাল ১১ টায় নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার ইটাইগ্রামের মৃত আফজ উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানা ওসি আবু ছাঁয়েম মিয়া দৈনিক আস্থাকে জানান, ব্যবসায়ী সাইফুল ইসলাম সোমবার ধান বেচ-কেনা শেষে রাতে বাড়ি ফিরেন। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পারিবারের লোক তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। এরই এক পর্যায়ে তার বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়িতে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেরে পুলিশে খবর দেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা উদঘাটনের চেষ্টা চলছে।



















