ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বোরকা প‌রি‌হিত হত‌্যাকারি দে‌লোয়ার‌সহ আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ১০২৩ বার পড়া হয়েছে

বোরকা প‌রি‌হিত হত‌্যাকারি দে‌লোয়ার‌সহ আটক-২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন হত্যাকা‌ন্ডে বোরক‌া প‌রি‌হিত তিনজ‌নের ম‌ধ্যে একজন হত‌্যাকারি দে‌লোয়ার হো‌সেন দেলুসহ দুইজন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব।

আজ বুধবার সকাল ১০টার দি‌কে কু‌মিল্লা নগ‌রের শাকতলায় র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লা নগ‌রের শাকতলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যায় অংশ নেয়া হত‌্যাকারী দে‌লোয়ার ,আ‌রিফ ,কালাম‌নির বোরকা পরা তিনজন গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যান।

গত ৬‌মে চট্টগ্রাম ও ঢাকা থে‌কে ওই মামলার এজহারভুক্ত ৩আসামী‌কে আটক ক‌রে র‌্যাব। আটককৃত‌দের তথ‌্য ও র‌্যা‌বের গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে গত ৯‌মে ঢাকার যাত্রীবা‌ড়ি‌ থে‌কে হত‌্যাকা‌রি দে‌লোয়ার ও তিতাস থে‌কে আসামী‌দের পা‌লি‌য়ে যে‌তে সাহায‌্যকা‌রি দুইজন‌কে আটক ক‌রে র‌্যাব। আটককৃতরা হ‌লেন দাউদকান্দির চর চারুয়া গ্রামের দে‌লোয়ার হো‌সেন দেলু (৩১), আসামিদের পা‌লিয়ে যে‌তে সাহায‌্যকা‌রি তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের মোঃ স‌হিদুল ইসলাম সাদ্দাম (৩৩)।

ট্যাগস :

বোরকা প‌রি‌হিত হত‌্যাকারি দে‌লোয়ার‌সহ আটক-২

আপডেট সময় : ০৩:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

বোরকা প‌রি‌হিত হত‌্যাকারি দে‌লোয়ার‌সহ আটক-২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন হত্যাকা‌ন্ডে বোরক‌া প‌রি‌হিত তিনজ‌নের ম‌ধ্যে একজন হত‌্যাকারি দে‌লোয়ার হো‌সেন দেলুসহ দুইজন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব।

আজ বুধবার সকাল ১০টার দি‌কে কু‌মিল্লা নগ‌রের শাকতলায় র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লা নগ‌রের শাকতলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যায় অংশ নেয়া হত‌্যাকারী দে‌লোয়ার ,আ‌রিফ ,কালাম‌নির বোরকা পরা তিনজন গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যান।

গত ৬‌মে চট্টগ্রাম ও ঢাকা থে‌কে ওই মামলার এজহারভুক্ত ৩আসামী‌কে আটক ক‌রে র‌্যাব। আটককৃত‌দের তথ‌্য ও র‌্যা‌বের গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে গত ৯‌মে ঢাকার যাত্রীবা‌ড়ি‌ থে‌কে হত‌্যাকা‌রি দে‌লোয়ার ও তিতাস থে‌কে আসামী‌দের পা‌লি‌য়ে যে‌তে সাহায‌্যকা‌রি দুইজন‌কে আটক ক‌রে র‌্যাব। আটককৃতরা হ‌লেন দাউদকান্দির চর চারুয়া গ্রামের দে‌লোয়ার হো‌সেন দেলু (৩১), আসামিদের পা‌লিয়ে যে‌তে সাহায‌্যকা‌রি তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের মোঃ স‌হিদুল ইসলাম সাদ্দাম (৩৩)।