DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা

Astha Desk
মে ২৭, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ মে) পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্টিত হয়।

 

সংগঠনের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম নুর ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু’র সঞ্চালিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, ফারহা দিবা খান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক- উদ-দৌলা সাগর প্রমূখ।

 

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর বাসিন্দারা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অত্র অঞ্চলের উন্নয়নে বিভিন্ন চাওয়া পাওয়া তুলে ধরে মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন। পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড, জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গিয়ে নাগরিকদের অধিকার ও দাবি ও চাওয়া পাওয়া পুরণে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা।

 

প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ২৩ দাফা দাবি পুরনে কাজ করে যাচ্ছে। যে দাবিগুলির কাজ হলে দেশের মধ্যে সাতক্ষীরা জেলা হবে একটি মডেল জেলা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।