DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিজিবি-বিএসএফের সম্পর্ক আগের থেকে অনেক ভালো-মহাপরিচালক

Astha Desk
মে ২৯, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিজিবি-বিএসএফের সম্পর্ক আগের থেকে অনেক ভালো-মহাপরিচালক

জয়পুরহাট প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। পরে ভারত অভ্যন্তরে বিএসএফ সদস্যদের সাথে বৈঠক করেন তিনি।

 

আজ রবিবার (২৮ মে) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে তিনি হিলি সীমান্তের জিরো পয়েন্টে আসেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএফ সদস্যরা।

 

বিজিবির মহপরিচালক বলেন, আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করছি। বিজিবি নিজ দেশের জন্য সব সময় নিরলসভাবে কাজ করছে। দুই বাহিনীর মধ্যে কোন সমস্যা থাকলে আমরা সেই বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে থাকি। পূর্বের থেকে বিজিবি এবং বিএসএফের সম্পক অনেক ভালো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করেন হিলি সীমান্তে সীমান্ত হাট বসাবে তাহলে বিজিবির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

 

বৈঠকে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলান্ত রায় শর্মা, রায়গঞ্জ ব্যাটায়িনের অধিনায়ক বিপিন কুমার ও বিজিবির পক্ষে বিজিবির সেক্টর কমান্ডার রাশেদ আশগর, জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১