DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে মহান বিজয় দিবস পালিত

Ellias Hossain
ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ধামইরহাটে মহান বিজয় দিবস পালিত

 

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রত্যুষে স্মৃতিসৌধ বেদীমুলে পুষ্পমাল্য অর্পণ করেন ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

পরে বীর মুক্তিযোদ্ধা, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, থানা পুলিশ, উপজেলা প্রেস ক্লাব, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি- বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯ টায় সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে ডিসপ্লে, মুক্তিযুদ্ধি ভিত্তিক কুচকাওয়াজ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, কমিশনার (ভূমি) জেসমিন আকতার, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দীন ফারুকী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন ও সম্পাদক অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, সঞ্চালক যথাক্রমে কামরুজ্জামান, জাবিদ হোসেন মৃদ্যু, সাবুবুর রহমান, প্যানেল মেয়র মেহেদী হাসানসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ১১ টায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিকেলে প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও সব শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬