DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ১২ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Astha Desk
জানুয়ারি ১৬, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন জয়পুরহাট।

রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলা স্টেডিয়ামে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

কম্বল নিতে আসা সদর উপজেলার হারাইল গ্রামের জবেদা বেগম (৬০) বলেন, কম্বলটা আমাদের খুব দরকার ছিল। কয়দিন থেকে অনেক শীত পড়ছে। কিছুদিন আগে পেলে আরও বেশি ভালো হতো।

চকশ্যাম গ্রামের আলেয়া বেওয়া (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

এ সময় এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও জেলা ব্র্যাক সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল আলম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান, আশার রিজিওনাল ম্যানেজার আবু রায়হান, আল মামুন, আতোয়ার রহমান উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১