DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে প্রেমঘটিত কারণে একজনকে পিটিয়ে হত্যা

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৭, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে  মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করার কারণে সেলুন ব্যবসায়ী হৃদয় রবি দাস(২১) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার, ১৬ নভেম্বর রাত ৩টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে,  শুক্রবার,১৫ নভেম্বর রাত ৯ টার দিকে এক মুসলিম মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক থাকায় মেয়ে পক্ষের লোকজন তাকে নান্দালিয়া ভূঁইয়া বাজার এলাকায়  পিটিয়ে গুরুতর জখম করে।

নিহত জীবন রবিদাস (২১) করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের  পানাহার  এলাকার যোগেস রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারপিটে আহত জীবন রবিদাসকে  আহত অবস্থায় উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ১৬ নভেম্বর  রাত ৩ টার দিকে  ভর্তি করা হয়। গুরুতর জখম জীবন রবি দাসের অবস্থার অবনতি হলে তাকে  রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জীবন রবিদাসের মা আনন্তি রবিদাস বলেন,ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সন্তানকে লাশ হিসেবে মুড়িয়ে দিয়েছে মাটির উপর। সন্তানের মৃত্যু শোক কত যন্ত্রণার, কত কষ্টের সেটি ভূক্তভোগী মা বাবা ছাড়া কেউ বলতে পারবে না।স আমার সন্তান হত্যার বিচার চাই।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:শাহাব উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ এখনো পাইনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০