DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

২০০ টাকার নতুন নোট নিয়ে প্রশ্ন করেছে ফাহাম

Astha Desk
মে ২৯, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

২০০ টাকার নতুন নোট নিয়ে প্রশ্ন করেছে ফাহাম

অর্থনৈতিক ডেস্কঃ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খুব শিগগিরই হয়তো সেই নোটগুলো বাজারে পাওয়া যাবে।

এরইমধ্যে বেশ কিছু নতুন নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার মধ্যে ২০০ টাকার একটি নোটও রয়েছে।

এবার সেই নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ২০০ টাকার নোটের ডিজাইন নিয়ে সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামাতা ও লেখক ফাহাম আবদুস সালাম। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন ফাহাম।

২০০ টাকার নোটের একটি ছবি শেয়ার দিয়ে তার ক্যাপশনে ফাহাম লিখেছেন, ‘আর য়ু সিরিয়াস? এইটা বাংলাদেশের নতুন নোট?’

ফাহাম আরও লিখেছেন, ‘একটা জাতির সৌন্দর্যবোধ কতোটা নিচু হলে এইরকম শিশুতোষ ডিজাইন একটা দেশের কারেন্সি হতে পারে? মরমী গীতিকবি ল্যাংটা সুলেমান এর চেয়ে সুন্দর একটা নোট ডিজাইন করতে পারতো।

পোস্টের শেষাংশে নোটের ডিজাইনরার ও বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ফাহাম লিখেছেন, ‘আপনাদের কাছে কি এআই-ও নাই? ছিছি ছি রে ননী ছি!

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]