পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক
- আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১০০৮ বার পড়া হয়েছে
পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ বিওপি এলাকায় অবৈধ ভারতীয় পন্য আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি লোগাং-)এর কচুছড়ি মুখ বিওপির জোয়ানরা।
রবিবার (১১ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে এসকল অবৈধ ভারতীয় পন্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানাযায়, সিভিল সোর্সের গোপন সংবাদ এর মাধ্যমে কচুছড়ি মুখ বিওপি হতে উত্তর পূর্ব কোনে আনুমানিক দূরত্ব ৬শ গজ। মেইন পিলার ২২৬৬/৩৪ এস হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে নায়েব সুবেদার শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসকল পণ্য আটক করা হয়েছে। যার জিআর নাম্বার ৯৮৭৯২৮।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে, স্পার্কেল ভীম, স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল সাবান, লাক্স সাবান, ডাভ সাবান, লাইফবয় সাবান, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল তৈল, সেভেন অয়েল তৈল, সেনসুডাইন টুথ পেস্ট, ডাবর রেড টুথ পেস্ট, সানসিল্ক শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইদুর মারা ওষুধ, ডারবিন ক্রিম। যাহার বাজার মূল্য ১,১২,১, ৩৫ টাকা।









