কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসন
মনোনয়ন বাতিলের দাবিতে চুন্নুর সমর্থনে ২০ কিলোমিটার মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১০৩৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। ছবি: আস্থা
কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর সমর্থক ও মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কিশোরগঞ্জ সদর উপজেলার ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সাদুল্লাহচর থেকে চৌদ্দশত এলাকা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নপ্রাপ্ত সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু। এছাড়াও বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির সাবেক ও বর্তমান নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে যারা জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়ে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদের উপেক্ষা করা হয়েছে। অথচ যিনি এই সময় আওয়ামী লীগ নেতাদের ছায়ায় থেকে ব্যবসা-বাণিজ্য করে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধন থেকে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই তালিকায় কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম মনোনয়ন পান।
মনোনয়ন ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন। চলমান এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।










