কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ মে) রাত ২ টা ৩০ মিনিটে মিঠামইন উপজেলার ঘাগড়া বাইন্নাহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতরা- ঘাগড়া বাইন্নাহাটি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আল আমিন (৩৬), মো. সোহেল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), মৃত আপ্তর হোসেনের ছেলে মো. নজরুল মিয়া (৪৫) ও ঘাগড়া গাংপাড় হাটি গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে ফুল মিয়া(৫৪)।
পুলিশ জানায়, জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনসাধারণের চলাচলকে নির্বিঘ্ন করতে প্রতিদিন মধ্যরাতে জেলার বিভিন্ন থানা এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঘাগড়া বাইন্নাহাটি গ্রামে আসামি আল আমিন এর বাড়ির সামনে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকাসহ মাদককারবারিদের আটক করা হয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মিঠামইন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।