শিরোনাম:
হোসেনপুরে ওয়ার্কশপে আগুন লেগে পুড়ল ৭ মোটরসাইকেল
Rayhan Zaman
- আপডেট সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১০০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ওয়ার্কশপে আগুন লেগে সাতটি মোটরসাইকেল সহ দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ওই ওয়ার্কশপ মালিকের।
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ভোরের দিকে উপজেলার দ্বীপেশ্বর গোল চত্বরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন ভোরের দিকে ওর্য়াকশপের দোকানে আগুন লেগে যায়। ওর্য়াকশপে পেট্রোল ও ডিজেল থাকায় মুহূর্তেই ভিতরে থাকা মোটরসাইকেল ও যন্ত্রপাতিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোতে থাকা মোটরসাইকেল সহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়ার্কশপের মালিক সাদেক জানান, অনেক কষ্টে ছোটকাল থেকে আগুনে পুড়ে তার ও বিভিন্ন মানুষের রাখা সাতটি মোটরসাইকেল এবং মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।