শিরোনাম:
গাজীপুরের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
News Editor
- আপডেট সময় : ১২:০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১০৪৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
শনিবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেলে বাড়ইপাড়া এলাকায় জুতার কারখানার টিনশেড গোডাউনে আগুন লাগে।
ইউপি নির্বাচনে সাংবাদিক প্রবেশে ম্যাজিট্রেট শিবানীর বাধা
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, বিকেলে বাড়ইপাড়া এলাকায় জুতার কারখানার টিনশেড গোডাউনে আগুন লাগার পর স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।