DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের জুতা কারখানার ভেতর মিলল দগ্ধ নারীর লাশ

News Editor
অক্টোবর ১১, ২০২০ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়ার নামের জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে দমকল বাহিনীর কর্মীরা নিখোঁজ ওই নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে।

নিহত গোলাপী আক্তার (৩৩) কুড়িগ্রামের চিলমারি উপজেলার বারাবাড়ির হাট সরদারপাড়া গ্রামের আইনুল হোসেনের স্ত্রী। গোলাপী ওই কারখানায় আউট সোল হেলপার হিসেবে কাজ করতেন।

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

শনিবার বিকেলে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে শনিবার ওই নারী শ্রমিক নিখোঁজ ছিলেন। রোববার সকালে তার মরদেহ কারখানার ভেতর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মধ্যরাতে নিয়ন্ত্রণে আনলেও রোববার সকালেও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]